বসুন্ধরা কিংসকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে আবাহনী। স্বাধীনতা কাপের ১১তম 🌞আসরে এসে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল আ꧅বাহনী। এর আগে ৩১ বছর আগে ১৯৯০ সালে এই শিরোপা জিতেছিল তারা।
২০১৮ সালে ফেডারেশন কাপের ফাইনালের পর 🌌আবাহনী বসুন্ধরা ক🏅িংসের বিপক্ষে জয় পায়নি আবাহনী। আজকের ম্যাচে দুর্দান্ত খেলে তিন বছর পর ঘরোয়া ফুটবলের কোনো ট্রফি জিতল তারা। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
আক্রমণ, পাল্টা আক্রমণে গোলশূণ্য ভাবেই শেষ🍸 হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়রার্ধে নেমে আক্রমণ সানাতে থাকে দুই দল। ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। রাফায়েল অগাস্টিনের পাস থেকে গোল করেন রাকিব হোসেন। ব্যবধান দ্বিগুন করতে বেশী সময় নেয়নি আবাহনী। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান গোমেজ।
আবাহনীর পরের গোলটি এসেছে ৭২ মিনিটে। র✅াফায়েল অগাস্টিনের কর্নার থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন গোমেজ। শেষে পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আꦐবাহনী।
৩ গোলে পিছিয়ে পড়ে শত চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বসুন্ধরা কিংস। ꧃;